বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আজ ১৬ জুন (বৃহস্পতিবার) দুপুর ১ টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ম্যাগাজিন ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমি মনে করি এ ধরনের প্রকাশনার মাধ্যমে কোনো সংগঠন যেমন সমৃদ্ধ হয়, সদস্যরাও সমৃদ্ধ হয়, সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে।
তিনি আরও বলেন, এখানে লেখনির মাধ্যমে সংগঠনের সদস্যদের উৎকর্ষ সাধনের এটি সহায়ক হয়। এ জন্য আপনাদের ধন্যবাদ জানাই। বিএসআরএফ অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। আমি আশা করবো এই সংগঠন বিভক্ত হবে না, সব সময় ঐক্যবদ্ধ থাকবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হক। বক্তব্য রাখেন সহ সভাপতি মোতাহার হোসেন । এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান সহ বিএসআরএফ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।